দিনাজপুর প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে দিনাজপুর থেকে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বদীরা হলেন – দিনাজপুর—১ (বীরগঞ্জ—কাহারোল) আসনে নৌকার প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল স্বতন্ত্র প্রতিদ্বদী বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকারিয়া জাকার কাছে ৯ হাজার ১৭ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। জাকারিয়ার প্রতিক ছিল ট্রাক। এই আসনে নৌকা প্রতীকে মনোরঞ্জন শীল গোপাল ভোট পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৪৯৯ ভোট। অন্যদিকে ট্রাক প্রতীক নিয়ে মোঃ জাকারিয়া জাকা পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৫১৬ ভোট।
দিনাজপুর—২ (বিরল—বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সাংসদ ও নৌ—পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ১ লাখ ৭৩ হাজার ৯১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদী স্বতন্ত্র প্রার্থী মোঃ আনোয়ার চৌধুরী জীবন ঈগল পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৩৫৯ ভোট।
দিনাজপুর—৩ (সদর) আসন থেকে বিজয়ী হয়েছেন বিগত তিনবার এই আসন থেকে নিবার্চিত আওয়ামী লীগের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ জনাব ইকবালুর রহিম। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বদী ট্রাক প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিৎ ঘোষ কা ন পেয়েছেন ৫৪ হাজার ৩৮ ভোট।
দিনাজপুর—৪ (খানসামা—চিরিরবন্দর) এই আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী পূনরায় নিবার্চিত হয়েছেন। তার প্রাপ্তভোট সংখ্যা ৯৬ হাজার ৪৪৭ এবং তার নিকটতম প্রতিদ্বদী আওয়ামী লীগের স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে মোঃ তরিকুল ইসলাম পেয়েছেন ৬২ হাজার ৪২৪ ভোট।
দিনাজপুর—৫ (ফুলবাড়ী—পার্বতীপুর) এই আসন থেকে গত ৭ বার নিবার্চিত সাংসদ সদস্য দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার নৌকা প্রতীক নিয়ে ৮ম বারের মতো বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বদী ট্রাক প্রতীক নিয়ে এ্যাডঃ মোঃ হযরত বেলাল পেয়েছেন ২৬ হাজার ৪৮২ ভোট।
দিনাজপুর—৬ (বিরামপুর—নবাবগঞ্জ—ঘোড়াঘাট—হাকিমপুর) আসনে পুনরায় বিজয়ী হয়েছেন নৌকা প্রতীক নিয়ে শিবলী সাদিক। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৮২৭। তার নিকটতম প্রতিদ্বদী স্বতন্ত্র প্রাথী আজিজুল ঘশ চৌধুরী পেয়েছেন ৮২ হাজার ২৪৮ ভোট।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com