গোপালগঞ্জের কোটালীপাড়ায় দ্বিতীয় বিয়ে করায় রুবেল সরদার (৩৫) নামে এক ব্যবসায়ীর বিশেষ অঙ্গ কেটে দিলেন প্রথম স্ত্রী রেশমা বেগম।
সোমবার রাতে উপজেলার কুশলা ইউনিয়নের বিরামেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
রুবেল সরদার ওই গ্রামের মনজেল সরদারের ছেলে ও ঘাঘর বাজারের ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ বছর আগে একই গ্রামের আমির আলী ফরাজীর মেয়ে রেশমার সঙ্গে প্রেমের সম্পর্কে বিয়ে করেন রুবেল। বিয়ের পর রুবেল অন্য নারীদের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত থাকায় তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো।
তবে ৩মাস আগে এক হিন্দু নারীকে বিয়ে করেন রুবেল। এতে ক্ষিপ্ত হয়ে রেশমা সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে বিশেষ অঙ্গ কেটে দেয় রুবেলের। তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার পপুলার এন্ড ডায়গনষ্টিক হাসপাতালে পাঠিয়ে দেন।
রুবেলের মা সাফিয়া বেগম জানান, রাতে রুবেলের চিৎকার শুনে তাদের কক্ষে গেলে রেশমা দৌড়ে পালিয়ে যায়। পরে আহত রুবেলকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়।
তবে রুবেলের স্ত্রী রেশমা বেগমের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তার বোন ফতেমা বেগম বলেন, আমার বোনের দুটি সন্তান থাকার পরও রুবেল অন্য একটি বিয়ে করেছেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রেশমা এ ঘটনা ঘটাতে পারেন। তবে এতে আমরা কেউ জড়িত না।
কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com