যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাণিজ্যযুদ্ধে কেউ জয়ী হবে না বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা ক্যালাস। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার ইউরোপীয় ইউনিয়নের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানানোর এক দিনের মাথায় এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাজা ক্যালাস। তিনি বলেন, ‘আমরা মনোযোগসহকারে তাঁর বক্তব্য শুনেছি এবং অবশ্যই আমরা আমাদের দিক থেকেও প্রস্তুতি নিচ্ছি।’
আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে আন্তনির্ভরতা নিয়েও কথা বলেন ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান। তিনি বলেন, এ ধরনের বাণিজ্যযুদ্ধে চূড়ান্তভাবে লাভবান হবে চীন।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com