ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে একটি মেহগনি বাগানে দিনভর অভিযান শেষে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে যৌথবাহিনী।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় অভিযান শেষ হয়। অভিযান শেষে গ্রেনেডটি ধ্বংস করে যৌথবাহিনী।
এর আগে সকাল ৭টা থেকে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি মেহগনি বাগানে এ অভিযান চালানো হয়।
সূত্র জানায়, অভিযানে আরজেএস ৩৬ মডেলের একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে যৌথবাহিনীর টিম। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এটি নিষ্ক্রিয় করে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার চৌকস সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com