তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালীতে রেললাইন ও সড়কপথ অবরোধ করে আন্দোলন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে মহাখালী রেল ক্রসিং অবরোধ করে আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা।
এদিকে ফ্লাইওভার ব্যবহার করে কিছু যানবাহন চলাচল করলেও ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচলকারী অধিকাংশ মানুষ। এর আগে বিকেল পৌনে ৩টায় কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালী রেল ক্রসিংয়ে এসে সড়কপথ ও রেলপথ অবরোধ করে দেন তারা।
সরেজমিন দেখা গেছে, আন্দোলকারীরা মহাখালী রেল ক্রসিংয়ের ওপর অবস্থান নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে স্লোগান দিতে থাকেন। এসময় তাদের মধ্যবর্তী স্থানে রেখে চারিদিকে পুলিশ সদস্যদের ঘিরে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে।
এতে সাধারণ মানুষকে হেঁটে আন্দোলনরত স্থান পাড়ি দিতে দেখা গেছে। একই সঙ্গে শ্যমলী, ফার্মগেটের দিক থেকে আসা গাড়ি মহাখালী রেলক্রসিংয়ের আগ থেকে ইউটার্ন নিতে দেখা গেছে। ফলে সাধারণ মানুষ দীর্ঘ পথ হেঁটে এসে উঠছেন গাড়িতে। এছাড়া উত্তরাগামী গণপরিবহনগুলোকে ফ্লাইওভার ব্যবহার করতে দেখা যায়।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com