ঢাকা, সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি, 

সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
রাজনীতিসংস্কার বাস্তবায়ন করতে হলে আগে নির্বাচন দিতে হবে

সংস্কার বাস্তবায়ন করতে হলে আগে নির্বাচন দিতে হবে

সংস্কার বাস্তবায়ন করতে হলে সবার আগে নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংস্কার প্রস্তাবের আলাপ-আলোচনা দীর্ঘায়িত করলে দেশ সংকটে পড়বে, বিতাড়িত স্বৈরাচার আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার সুযোগ পেয়ে যাবে। নির্বাচনের মাধ্যমে জনগণ যাদের দায়িত্ব দেবে সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে, তাদের শুরু করতেই হবে।

গতকাল রবিবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শ্যামপুরের কদমতলীর বালুর মাঠে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান।তারেক রহমান বলেন, ‘যেসব বিজ্ঞ ব্যক্তি, সমাজের বিজ্ঞ ব্যক্তিবর্গ, সম্মানিত ব্যক্তিবর্গ যাঁরা সংস্কারের কথা বলছেন, আপনাদের সবার কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার সংস্কার বক্তব্য রেখে এই আলাপ দয়া করে দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে, আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘যত যা কথা বলি না কেন, আমরা সংস্কার বাস্তবায়নে যত দেরি করব, যে কথাটি আমি এখনই বলছি, সংস্কারের কাজও যদি শুরু করতে হয় সেটি নির্বাচনপ্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত মানুষের মাধ্যমেই বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। কারণ যারা নির্বাচিত হয়ে আসবে তারা জনগণের কাছে ওয়াদাই করবে যে তারা সুযোগ পেলে বাস্তবায়ন করবে এসব সংস্কার।’

সংস্কার যত দ্রুত বাস্তবায়ন করা যাবে দেশের মানুষকে তত দ্রুত বিপদ থেকে রক্ষা করত পারব বলে মন্তব্য করেন তারেক রহমান।

তিনি বলেন, ‘কাজেই আসুন এই সংস্কার বাস্তবায়ন করতে হলে উপায় একটাই, যে সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যে সংস্কার প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে, যেটাই হোক না কেন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হয়, নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নেই। একটিই পথ—জনগণের নির্বাচন, জনগণের নির্বাচনের নির্বাচন এবং জনগণের নির্বাচন। আমি মনে করি, নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা যায়, এটা সবাইকে অনুধাবন করতে হবে।’তারেক রহমান বলেন, ‘কোনো কোনো ব্যক্তি বলেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি বলি, সঙ্গে সঙ্গে সব সমস্যার সমাধান হবে না। কিন্তু নির্বাচন হলে নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে, জনগণের রায়ের মাধ্যমে যে দল, যে ব্যক্তি বা যারা দেশ পরিচালনার সুযোগ পাবে, তখন সমস্যার যে জট, সমস্যার যে গিট্টু, আস্তে আস্তে খুলে যাবে।

দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং সদস্যসচিব তানভীর আহমেদ রবীনের পরিচালনায় কর্মশালায় বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন বক্তব্য দেন।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ