ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে ভলোদিমির জেলেনস্কির মেয়াদ গত বছর শেষ হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ায় আর নির্বাচন করা সম্ভব হয়নি। তবে যুক্তরাষ্ট্র চায়, ইউক্রেন যেন যুদ্ধবিরতি ঘোষণা করে নিজ দেশে নির্বাচনের আয়োজন করে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজ দেশের এমন প্রত্যাশার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন ও রাশিয়াবিষয়ক বিশেষ দূত কিথ কেলগ। তিনি বলেন, ইউক্রেনের নির্বাচন যুদ্ধের কারণে স্থগিত ছিল। সেটি এখন সম্পন্ন করা জরুরি। আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে গিয়ে চলতি বছরের শেষ দিকে তারা নির্বাচনের আয়োজন করতে পারে।
আগামী কয়েক মাসের মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে একটি চুক্তির পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। তবে এখন পর্যন্ত এই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।
সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইউক্রেনে নির্বাচনের বিষয়ে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। তবে নির্বাচন আয়োজনে কিয়েভকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিথ কেলগসহ ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র একটি অস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতের পর দীর্ঘমেয়াদি চুক্তির জন্য কাজ করবে কি না, তা নিয়েও আলোচনা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com