বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়ার কোনকাই গ্রামের আব্দুর রহমানের ছেলে হোসাইন (১৯), একই এলাকার মাস্টারপাড়ার জিয়ার ছেলে নেওয়াজ (২০) ও মঞ্জুয়ারার ছেলে মিথুন (১৯)।
নিহত হোসাইনের জমজ ভাই আল হাসান বলেন, আমরা বিকেলে তিনটি মোটরসাইকেলে নয়জন বন্ধু মিলে নওগাঁ ব্যাণিজ্য মেলা ঘুরতে যাই। রাতে ফেরার পথে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি অতিক্রম করার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে একটি মোটরসাইকেলে থাকা আমার ভাই হোসাইনসহ তিনজন ঘটনাস্থলেই মারা যায়।
তিনি বলেন, আমরা সান্তাহার পোঁওতা রেলগেট থেকে ফিরে দেখি সড়কে আমার ভাইসহ তিনজনের নিথর দেহ পড়ে রয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিমুল হক জানান, ওই মোটরসাইকেলটি ঢাকাগামী একটি কোচকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com