ঢাকা, রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা শাবান, ১৪৪৬ হিজরি, 

রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫
আন্তর্জাতিকইসরাইলি সামরিক বাহিনীর প্রধান হলেন ইয়াল জামির

ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান হলেন ইয়াল জামির

ইসরাইলি সামরিক বাহিনীর নতুন প্রধান হিসেবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়াল জামিরকে মনোনীত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ আজ (শনিবার) সন্ধ্যায় (ইসরাইলি সামরিক বাহিনীর) পরবর্তী প্রধান হিসেবে মেজর জেনারেল (রেজি.) ইয়াল জামিরকে নিয়োগের বিষয়ে একমত হয়েছেন। ’

জামির লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভির স্থলাভিষিক্ত হলেন।  হালেভি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুইদিন পর গত ২১ জানুয়ারি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ