নিজস্ব প্রতিনিধি: বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে আজ বাংলাদেশের রাজধানী ঢাকা শীর্ষে অবস্থান করছে। বিশ্বের ১২৪টি শহরের মধ্যে প্রথমে থাকা ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
সূচক অনুযায়ী, দূষণ তালিকার শীর্ষে থাকা ঢাকার স্কোর ২৬৩। অর্থাৎ শহরটির বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। তাদের স্কোর ২৩৩ অর্থাৎ এই শহরের বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’। ২১৩ স্কোর নিয়ে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ুর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com