প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ১১:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৪, ৯:৪৮ অপরাহ্ণ
নরসিংদীতে ৬৪৪ কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম, ভোরে ব্যালট বিতরণ
আল-আমিন মুন্সী, নরসিংদী প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদীর ৫ টি আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে ৬৪৪টি নির্বাচনী এলাকার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এসব নির্বাচনী সরঞ্জাম কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। নরসিংদীর দূর্গম চর অঞ্চলে ব্যালট শনিবার বিতরণ করা হলেও বাকি গুলোতে রবিবার সকাল ৬ টা থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট। এমনটিই জেলা রিটার্নিং সূত্র জানা যায়। শনিবার(৬ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ৫টি আসনের নির্বাচনী সরঞ্জাম গুলো পাঠানো হয়েছে। জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে আরও জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫টি আসনে মোট কেন্দ্রের সংখ্যা ৬৪৪টি। এসব কেন্দ্রে ৬৪৪ জন প্রিজাইডিং অফিসার,বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য সহ আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করবেন। এছাড়া ৩৮৩৬ টি ভোট কক্ষে পুরুষ ভোটার ৯৩২১৪৫, নারী ৯০০১৪৭ ও হিজরা ২৭ জনসহ মোট ১৮৩২৩১৯ জন ভোটার সকাল ৮ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে তাদের ভোট প্রদান করবেন। পাশাপাশি ৩৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া বিজিবি,সেনাবাহিনী ১৫ প্লাটুন ও রাব ১৫ প্লাটুনসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলেও জানা যায়। জেলার ৫টি আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীরাসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩৩ জন প্রার্থী এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com