ঈশ্বরদী ও এর আশেপাশের এলাকায় ফের বেড়েছে শীতের তীব্রতা। উত্তরের হিমেল বাতাসে সবখানেতে জবুথবু অবস্থা। আজ সোমবার (২০ জানুয়ারি) আবহাওয়া অফিস ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে ঈশ্বরদীর তাপমাত্রা নামতে শুরু করেছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ায় ১১ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। এরপর প্রতিদিনই একটু একটু করে তাপমাত্রা নেমে যাচ্ছে। ঠান্ডায় কাবু হয়ে পড়েছে ঈশ্বরদী জনপদের মানুষ।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, সোমবার (২০ জানুয়ারি) ঈশ্বরদীর তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে তাপমাত্রা ক্রমশ কমছে।
রবিবার বিকাল থেকেই হিমেল বাতাসের কারণে ঘরের বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়ে। তীব্র শীতের মুখে ঈশ্বরদী জংশন ষ্টেশনের ভাসমান মানুষদের নির্ঘুম রাত্রিযাপন করতে দেখা গেছে।
হাসপাতালের চিকিৎসক ডাঃ সঞ্জীব বণিক বলেন, শীতজনিত রোগ হিসেবে সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। প্রতিদিন শত শত মানুষ বিশেষ করে শিশু ও বয়স্করা হাসপাতালে ভিড় করছেন।
এর আগে ২ জানুয়ারি ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।