ঢাকা, শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৬ হিজরি, 

শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫
জাতীয়৩ কার্গো জাহাজের ২টি ফেরত দিয়েছে আরাকান আর্মি

৩ কার্গো জাহাজের ২টি ফেরত দিয়েছে আরাকান আর্মি

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি তাদের হেফাজতে থাকা তিনটি পণ্যবাহী কার্গোর মধ্যে দুটি ছেড়ে দিয়েছে।

আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় জাহাজ দুটি বাংলাদেশ-মিয়ানমার নাফ নদীর জলসীমার নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। তবে তৃতীয় কার্গোটি এখনো তাদের কাছে রয়েছে।

গত বৃহস্পতিবার ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া তিনটি পণ্যবাহী কার্গো জাহাজ নাফ নদীর মোহনায় আটক করে আরাকান আর্মি। জাহাজগুলোতে প্রায় ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কপি সহ বিভিন্ন পণ্য ছিল।

টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, ‘সকালে আটক দুটি কার্গো ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। এর মধ্যে একটি ইতোমধ্যে স্থলবন্দরের ঘাটে এসে পৌঁছেছে। বাকি জাহাজটির বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে।’

টেকনাফ স্থলবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং বাকী কার্গোটির মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ