ঢাকা, সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি, 

সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
দেশজুড়েনন্দীগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নন্দীগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার তেঘরি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম মন্ডল মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১০:৩০ টায় নিজ বাড়িতে মারা যান তিনি। বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলিম দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তেঘরি গ্রামে শুক্রবার জুম্মার নামাজ বাদ রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়।

নন্দীগ্রাম উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তারের উপস্থিতিতে নন্দীগ্রাম থানার তদন্ত ওসি মোঃ জামিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।
এসময় নন্দীগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম মন্ডল মৃত্যুকালে, তিন পুত্র, তিন কন্যা, নাতি- নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ