কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো লাইন থেকে গোপাল বাক্তি (৩৬) নামের এক চা-শ্রমিকের ‘গুলিবিদ্ধ’ লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে লাশটি উদ্ধার করে বিজিবি ও পুলিশ।
গোপাল উপজেলার নিউ সমনবাগ চা-বাগানের অকিল বাক্তির ছেলে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত শনিবার সকালে গোপালসহ আরও কয়েকজন শ্রমিক বাঁশ কেটে আনতে পাথারিয়া পাহাড়ের দুর্গম জঙ্গলে যান। সেখান থেকে বাড়ি না ফেরায় স্বজনেরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। গতকাল ভোরে তাঁরা খবর পান বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিওসি টিলা বিওপির আওতাধীন সীমান্ত পিলারের মধ্যবর্তী জিরো লাইনের জঙ্গলে একটি লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে বিজিবি ও থানা-পুলিশ স্বজনদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে গোপালের লাশ শনাক্ত করে।