প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৩:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৫:৫০ অপরাহ্ণ
প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর প্রথম আলো"বন্ধু সভার" উদ্যোগে ধামইরহাটের ১নং ইউনিয়নের জগদল আদিবাসী স্কুল ও কলেজ মাঠে প্রায় দুই শতাধিক শীতার্ত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১ টার সময় জগদল আদিবাসী স্কুল ও কলেজ মাঠে প্রায় ২ শত জন অসহায়দের মাঝে নওগাঁ প্রথম আলোর বন্ধু সভা হতে জন প্রতি ১টি করে শীতবস্ত্র চাদর বিতরণ করা হয়।
শীত বস্ত্র নিতে আশা জাহেরা খাতুন এর সাথে কথা হয়, তিনি জানান এ বছর আমি কোন শীত বস্ত্র পাইনি, গরিব মানুষ শীত বস্ত্র কিনতে পারে নাই, শীত বস্ত্র পেয়ে আমার খুব ভালো লাগছে।
শীতবস্ত্র বিতরণকালে নওগাঁ প্রথম আলো বন্ধু সভার সভাপতি রাবেয়া আফরোজ বলেন আমাদের এই উদ্যোগ প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ঐ ক্ষুদ্র প্রয়াস। নওগাঁ প্রথম আলো বন্ধুসভা সব সময় ভালো কাজের সাথে থেকেছে, তারে ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রাম।
এ সময় প্রথম আলো বন্ধু সভার সদস্য মো, সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ তেতুলিয়া বিএমসি কলেজ জানান জগদল আদিবাসী স্কুল ও কলেজ আমার শিকড় আমি এখানে শিক্ষকতায় দীর্ঘ জীবন কাটিয়েছি , এলাকার মানুষের কিছু করতে পারলে আমার ভালো লাগে।
এ সময় উপস্থিত ছিলেন, প্রথম আলো বন্ধু সভা প্রতিনিধ নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক, অধ্যক্ষ মো,সিদ্দিকুর রহমান, লোটাস নাফিসা আর খালেকুজ্জামান, আতোয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আলম, অধ্যক্ষ মোজাফফর ইসলাম পথিক।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্য উপস্থিত ছিলেন মো, ইলিয়াস আলম, অধ্যক্ষ জগদল আদিবাসী স্কুল কলেজ, প্রাক্তন শিক্ষক গ্রাম মোহাম্মদ আতাউর রহমান, সাবেক ইউপি সদস্য মোঃ কামাল হোসেন,মো, শরিফুল ইসলাম( পুতুল) সহ গণ্যমান ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com