ঢাকা, বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৬ হিজরি, 

বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
দেশজুড়েপ্রথম আলো বন্ধু সভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর প্রথম আলো”বন্ধু সভার” উদ্যোগে  ধামইরহাটের ১নং ইউনিয়নের জগদল  আদিবাসী স্কুল ও কলেজ মাঠে প্রায় দুই শতাধিক শীতার্ত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১ টার সময় জগদল আদিবাসী স্কুল ও কলেজ মাঠে প্রায় ২ শত জন অসহায়দের মাঝে নওগাঁ প্রথম আলোর বন্ধু সভা হতে জন প্রতি ১টি করে শীতবস্ত্র চাদর বিতরণ করা হয়।
শীত বস্ত্র নিতে আশা জাহেরা খাতুন এর সাথে কথা হয়, তিনি জানান এ বছর আমি কোন শীত বস্ত্র পাইনি, গরিব মানুষ শীত বস্ত্র কিনতে পারে নাই, শীত বস্ত্র  পেয়ে আমার খুব ভালো লাগছে।
শীতবস্ত্র বিতরণকালে নওগাঁ প্রথম আলো  বন্ধু সভার সভাপতি রাবেয়া আফরোজ বলেন আমাদের এই উদ্যোগ প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ঐ ক্ষুদ্র প্রয়াস। নওগাঁ প্রথম আলো বন্ধুসভা সব সময় ভালো কাজের সাথে থেকেছে, তারে ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রাম।
এ সময় প্রথম আলো বন্ধু সভার সদস্য  মো, সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ তেতুলিয়া বিএমসি কলেজ জানান জগদল আদিবাসী স্কুল ও কলেজ আমার শিকড় আমি এখানে শিক্ষকতায় দীর্ঘ জীবন কাটিয়েছি , এলাকার মানুষের কিছু করতে পারলে আমার ভালো লাগে।
এ সময় উপস্থিত ছিলেন, প্রথম আলো বন্ধু সভা প্রতিনিধ নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক, অধ্যক্ষ মো,সিদ্দিকুর রহমান, লোটাস নাফিসা আর খালেকুজ্জামান, আতোয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আলম, অধ্যক্ষ মোজাফফর ইসলাম পথিক।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্য উপস্থিত ছিলেন মো, ইলিয়াস আলম, অধ্যক্ষ জগদল আদিবাসী  স্কুল কলেজ,  প্রাক্তন শিক্ষক গ্রাম মোহাম্মদ আতাউর রহমান, সাবেক ইউপি সদস্য মোঃ কামাল হোসেন,মো, শরিফুল ইসলাম( পুতুল) সহ গণ্যমান ব্যক্তিবর্গ।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ