ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ প্রতি সপ্তাহের ন্যায় এ শুক্রবারে দুস্থ্য, অসহায়, গরীবদের মেনমানদারী করিয়ে সিরাজগঞ্জের সর্ব মহলে প্রশংসিত হয়েছেন। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক ও সিরাজগঞ্জের পৌরসভার ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক,দানবীর হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার ৫ই জানুয়ারি২০২৪ শুক্রবার জুমার নামাজ শেষে সরেজমিননে গিয়ে দেখা যায়, ১৫তম সপ্তাহে ১৫তম সপ্তাহে মুরগির মাংস, খিচুড় ও পায়েশ দিয়ে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধিস্থ মতি সাহেবের ঘাটে সিরাজগঞ্জে সততা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কার্যালয়ে সামনে প্রায় ৭’শ জন দুস্থ্য ও অসহায় গরীবদের মেনমানদারী করলেন, হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার প্রতিটি শুক্রবার আসলে উপস্থিত শত শত ক্ষুধার্ত দুস্থ্য ও অসহায় গরীবদের মেনমানদারী করান। অসহায়, গরীব, চক্ষু লজ্জায় ভয়ে কারও কাছে হাত পাতে না এমন ব্যক্তিকে গোপনে প্রতি শুক্রবারে নগদ টাকা দিয়ে সহায়তা করে থাকেন, হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার প্রতি শুক্রবারে হাজী আব্দুস সাত্তার এর সাথে মোসাফা ও দেখা করতে অতি আগ্রহ নিয়ে বসে থাকেন শত শত অসহায়, গরীব দুস্থ্যরা। হাজী আব্দুস সাত্তার উপস্থিত শত শত অসহায়, গরীবদের সাথে মোসাফা করে তাদের হাতে একটা ১’শ টাকার নোট গুজে দিতেন। শত শত অসহায়, গরীব দুস্থ্যরা মহান রব্বুল আলামিনের কাছে কান্না জড়িত কণ্ঠে হাজী আব্দুস সাত্তার জন্য দোয়া করতে থাকেন। সে সময় মেসার্স এস কন্সট্রাকশন এর ম্যানেজার রুহুল আমিন অপু, এক্সিকিটিভ সেলস্ সুমন, বিশিষ্ট ব্যবসায়ী এসএম মুসা, ক্রিকেটার্স ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন অব কোয়াব সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠিক সম্পাদক খালেদুজ্জামান জুয়েল, জাহিদ হাসান,মানিক, আরিফ, সিরাজগঞ্জ পৌর ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, সততা সমবায় সমিতি লিমিটেড পরিচালক নুরুল ইসলাম টেক্কা ও কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক ও সিরাজগঞ্জের পৌরসভার ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক,দানবীর হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার দৈনিক দিনের কন্ঠকে বলেন একদিন এই পৃথিবীতে এসেছি। মহান আল্লাহ ডাকে একদিন চলে যাব। চলে যাওয়ার সময় ধন সম্পদ নিয়ে যেতে পারব না। ক্ষুধার্ত দুস্থ্য ও অসহায় গরীবদের দান করলে সম্পদ কমে না বৃদ্ধি পায়। এক প্রশ্নের জবাবে হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, কোনো মানুষ অনেক দিন ক্ষুধার্ত থাকলে তাকে দুটো রুটি বা একটু ভাত খাওয়ালে যে সুখ পাওয়া যায়, তার চেয়ে বড়ো সুখ আর অন্য কোনো কাজে পাওয়া যায় না। এই অসহায়দের পেটে যতোদিন ক্ষুধা আছে ততদিন তাদের পাশে থাকতে চাই। এটাই আমার তৃপ্তি। অসহায় মানুষগুলো পেটপুরে খাওয়ার পর তৃপ্তির যে হাসিটা দেয়, এটা আমার কাছে কোটি টাকার সম্বল। আমার এই পরিশ্রম স্বার্থক হয় তখন। সাধারণ খেটে খাওয়া মানুষেরা সাহায্য পওয়ার পরে তাদের হাসিমাখা মুখটা দেখার আনন্দটা নিজের চোখে না দেখলে বোঝানো যাবে না। আল্লাহ পাক হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার কে নেক হায়াত দান করুন। আমিন