বগুড়া প্রতিনিধি: বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত মেহেদী শহরের মালগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনীর অনুষ্ঠান চলাকালে প্রকৃতীর ডাকে সারা দিতে গেলে বাগবিতন্ডা হয় মেহেদীর। এরই এক পর্যায়ে পেটে ছুরিকাঘাত করে কিছু আতোতায়ি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সন্ধ্যায় আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় মেহেদীকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।