ঢাকা, সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি, 

সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
দেশজুড়েগাজীপুর-৩ আসনে নৌকার জনসভায় জনসমুদ্র

গাজীপুর-৩ আসনে নৌকার জনসভায় জনসমুদ্র

আহসানুল হক কবির, গাজিপুরঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত গাজীপুর ৩ আসনের নৌকা প্রতিকের প্রার্থী-অধ্যাপিকা রোমান আলী টুসির শ্রীপুরের শেষ জনসভা জন সমুদ্রে পরিণত হয়েছে৷ শ্রীপুর পৌরসভা সিনেমা হল সংলগ্ন মাঠে আজ (৪ জানুয়ারি)  বিকাল তিন ঘটিকায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর থেকেই বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে নেতা কর্মীরা ঢোলবাদ্য  নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে সভা স্থলে উপস্থিত হতে দেখা গেছে।উক্ত সভায় আশেপাশের এলাকাগুলো থেকে সাধারণত ভোটারদের উপস্থিতি চোখে পড়ারমত। গাজীপুর জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জা.মিল হাসান দূর্জয়ের সভাপতিত্বে-বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আনিসুর রহমান,উপজেলা চেয়ারম্যান সামসুল আলম প্রধান,সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ জলিল প্রমুখ।সভায় প্রধান অতিথি নৌকা মনোনীত প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি বলেন আমার পিতা প্রয়াত সাংসদ আলহাজ্ব রহমত আলী সাহেব আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এলাকার সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য কাজ করেগেছেন।আগামী ৭ তারিখ আমার পিতার  ন্যায় আমাকে নৌকা প্রতিকে নির্বাচিত করে আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ করে দিবেন।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ