অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর উদ্দ্যোগে টাঙ্গাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিনব্যাপী টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া জমিদার বাড়ির সামনে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন- যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ টিটু।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফি ইথেন, টাঙ্গাইল শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান সোহাগসহ জেলা ও উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইনী, মেডিসিন ও ডায়াবেটিস বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা প্রায় ৫ শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন। পরে রোগীদের মাঝে বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়।