ঢাকা, বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, 

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
খবরবাংলাদেশকে কঠোর বার্তা দেবেন ট্রাম্প

বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হবে আগামী ২০ জানুয়ারি। তাঁর নতুন মেয়াদে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক সাজিদ তারার। তিনি ‘মুসলিমস ফর ট্রাম্প’ নামে একটি সংগঠনের প্রধান।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আসন্ন মার্কিন প্রশাসনে বাংলাদেশের সম্ভাব্য অবস্থান নিয়ে আলোকপাত করেন সাজিদ তারার। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক অভাবনীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবেন। পাশাপাশি তিনি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর দিকেও বিশেষ নজর রাখবেন।

সাজিদ তারার বলেন, দক্ষিণ এশিয়ার পরিস্থিতি সম্পর্কে ট্রাম্প সচেতন। এর মধ্যে বাংলাদেশও রয়েছে। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরাসরি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে অবস্থান নিয়েছিলেন। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরেও তিনি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে সাক্ষাৎ করেন।

যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক দিন আগে এক্সে দেওয়া এক পোস্টে বাংলাদেশে হিন্দুদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। ওই পোস্টে তিনি বলেন, ‘আমি বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।’

এ প্রসঙ্গে সাজিদ তারার বলেন, ‘তিনি (ট্রাম্প) বাংলাদেশের দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখবেন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পর্যবেক্ষণ করবেন। আমার মনে হয়, ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন।’

সাজিদ তারার বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প এখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেননি। কিন্তু এরই মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। ভারত ছাড়া পুরো দুনিয়া এখন অস্বস্তিতে আছে। বিশ্ব এখন এমন একজন নেতা পেয়েছে, আগামী চার বছরে যিনি যুক্তরাষ্ট্রে বারাক ওবামার দীর্ঘদিনের নীতির সম্প্রসারণ দূর করবেন।’ সামগ্রিকভাবে ট্রাম্পের ক্ষমতায় ফেরাকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্যই ইতিবাচক বলেও মনে করেন এই রাজনীতিক।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ