ঢাকা, বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, 

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
খবরকিয়েভে মার্কিন দূতাবাস বন্ধ

কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধ

ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, কিয়েভের দূতাবাসে রুশ বাহিনী বড় ধরনের বিমান হামলা চালাতে পারে—এমন ‘সুনির্দিষ্ট তথ্যের’ ভিত্তিতে এ পদক্ষেপ নিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। একই সঙ্গে সতর্কতা হিসেবে কিয়েভে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আগের দিন মঙ্গলবার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। মূলত এর পাল্টা পদক্ষেপ এড়াতেই সতর্কতা অবলম্বন করছে ওয়াশিংটন।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সম্প্রতি ইউক্রেনে বিমান হামলা জোরদার করে রুশ বাহিনী। সম্প্রতি রণাঙ্গনে তাদের অগ্রগতি অর্জনের চিত্র এখন স্পষ্ট। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের (আইএসডব্লিউ) তথ্য বলছে, ২০২৩ সালে ইউক্রেনের যে পরিমাণ ভূখণ্ড রাশিয়া দখল করেছিল, তার চেয়ে ছয় গুণ ভূখণ্ড চলতি বছর তারা নিয়ন্ত্রণে নিয়েছে। তারা এখন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায় দেশটির লজিস্টিক বা রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে।

অন্যদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন যে বিস্ময়কর অনুপ্রবেশ ঘটিয়েছিল, সেটি এখন নড়বড়ে হয়ে যাচ্ছে। রুশ বাহিনী তাদের ধাওয়া করে পিছু হটতে বাধ্য করছে। বিশ্লেষকেরা কিয়েভের ওই আক্রমণ নিয়ে প্রশ্ন তুলে এটিকে কৌশলগত বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছেন। আর এসব ঘটনা এমন এক সময়ে ঘটছে যখন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

এর মধ্যেই ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেন যদি আবারও যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে আঘাত হানে, তবে তার জবাবে ‘যথাযথ ও কার্যকর’ পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে মস্কো।

যুদ্ধ শুরুর কয়েক মাসে রাশিয়া খুব দ্রুত অগ্রসর হচ্ছিল, অন্তত ইউক্রেনের পাল্টা অভিযান শুরুর আগপর্যন্ত। কিন্তু ২০২৩ সালে কোনো পক্ষই খুব বেশি অগ্রগতি অর্জন করতে পারেনি। ফলে সংঘাতে একধরনের স্থবিরতা দেখা যায়। কিন্তু নতুন তথ্য-উপাত্ত বলছে, ২০২৪ সালে রাশিয়ার পক্ষেই গেছে পরিস্থিতি। সেনাদের গতিবিধি ও নিশ্চিত হওয়া গেছে—এমন ফুটেজ বিশ্লেষণ করে এ তথ্য দিয়েছে আইএসডব্লিউ। তাদের তথ্য অনুযায়ী, চলতি বছর রাশিয়া ইউক্রেনের ২ হাজার ৭০০ বর্গকিলোমিটার এলাকার দখল নিয়েছে। অথচ গত বছর তারা মাত্র ৪৬৫ বর্গকিলোমিটার এলাকা দখল করতে পেরেছিল।

লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষাবিষয়ক গবেষক ড. মারিনা মিরন বিবিসিকে বলেন, রাশিয়া এখনকার গতিতে অগ্রসর হতে থাকলে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্ট ধসে পড়তে পারে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ