শরিফুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর ভাঙ্গা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মিরান মাতুব্বরের(৫০) মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এমন ঘটনাটি ঘটলো ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।
নিজ গ্রামের পাশের আঞ্চলিক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার দুপুরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নিহত সাংবাদিক মিরান ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের পশ্চিম আলগি গ্রামের আমির মাতুব্বরের ছেলে। মিরান মাতুব্বর জাতীয় দৈনিক বাংলা ৭১ পত্রিকার ভাঙ্গা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে ভাঙ্গা প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন শোকবার্তা জানিয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, সাংবাদিক মিরান মাতুব্বর তার মোটরসাইকেল নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে তার বোনের বাড়ি মুকসুদপুরের বাটিকামারি গ্রামে দুপুরের দাওয়াত খেতে যান।
সেখান থেকে বাড়ি ফেরার পথে বিকাল চারটার দিকে ভাংগা নগরকান্দা উপজেলার সীমান্তবর্তী রামেরচর এলাকায় আঞ্চলিক সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেলের একটি রড তার পেটে ঢুকে নাড়ি ফুটো হয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে স্থানান্তর করেন। রাতেই তার অপারেশনের জন্য ওটিতে নেওয়া হয়। এরপরে তার আর জ্ঞান ফিরে নাই। দুপুর বারোটায় চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি বাবা মা স্ত্রী রোজিনা বেগম ও তিন মেয়ে রিয়া(২০),রিতু(১৮) ও সামিয়া(১২)সহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক মিরানের জানাজা ও দাফন তার গ্রামের বাড়িতে রাতেই হওয়ার কথা রয়েছে বলে পরিবারর জানান।