ঢাকা, বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, 

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
খবরমিরসরাইয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন

মিরসরাইয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন

আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বারইয়ারহাট পৌরসভার খান সিটি সেন্টারে সাইনিং স্কুল এন্ড কলেজের আয়োজনে দিনব্যাপী আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। সাইনিং স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ইমাম হোসেনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের একাডেমিক কো-অডিনেটর শাহাদাত হোসেন সোহরাবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। প্রধান আলোচক ছিলেন সাইনিং স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান রিদওয়ান হোসাইন রুমি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর নুরুল হুদা হামিদী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাঈন উদ্দিন, নাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক, বারইয়ারহাট পৌরসভা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নাজমুল হক সোহাগ, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন, সাইনিং স্কুল এন্ড কলেজের ফিন্যান্স ডিরেক্টর আজমির হোসাইন, ডিরেক্টর বেলাল হোসাইন, নাহেরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সাইনিং স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক হাফেজ নুরুন্নবী, শাহাদাত উল্ল্যাহ, সুফি আহম্মদ উল্ল্যাহ ও আব্দুর রহিম।
বিদ্যালয়ের সাবেক শিক্ষক ইকবাল হোসেনের তত্বাবধানে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ