ঢাকা, সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি, 

সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
দেশজুড়েমঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় আহত একজনের মৃত্যু

মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় আহত একজনের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় আহত জাহাঙ্গীর পঞ্চায়েত (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত জাহাঙ্গীর পঞ্চায়েত উপজেলার মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাংগা গ্রামের তোতাম্বর পঞ্চায়েতের ছেলে।

জানা যায়, পূর্ব বিরোধের জেরে জাহাঙ্গীর পঞ্চায়েতের ওপর হামলার ঘটনায় বুধবার রাতে মঠবাড়িয়া থানায় একটি মামলা হয়েছে বলে মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আব্দুল হালিম নিশ্চিত করেছেন। এদিকে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজের (কলার ছড়ি প্রতীক) নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: এমাদুল হক খান দাবি করেন জাহাঙ্গীর পঞ্চায়েত তাদের সক্রিয় কর্মি ছিলেন। প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের সমর্থকরা পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

স্বতন্ত্র প্রার্থী ডা. মো: রুস্তুম আলী ফরাজির (ঈগল প্রতীক) নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো: আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, ঘটনাটি একান্ত পারিবারিক জমিসংক্রান্ত। তারা নির্বাচনী লড়াইয়ে হেরে যাবার ভয়ে এটাকে নির্বাচনী ইস্যু করার চেষ্টা চালাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাদুরা গ্রামের মরহুম করম আলী ফরাজীর ছেলে বশিরের সাথে একই এলকার জাহাঙ্গীর পঞ্চায়েতের দীর্ঘ দিনের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। আসন্ন সংসদ নির্বাচনে অংশ গ্রহনকারী স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ (কলার ছড়ি প্রতীক)-এর সমর্থন করতেন জাহাঙ্গীর পঞ্চায়েত। অপর দিকে বশির ফরাজি বর্তমান সাংসদ স্বতন্ত্র প্রার্থী ডা. মো: রুস্তুম আলী ফরাজির (ঈগল প্রতীক) সমর্থন করেন। বুধবার (৩ জানুয়ারি) সকালে বশির ফরাজি, তার ভাই ও তার ছেলেদের সাথে জাহাঙ্গীর পঞ্চায়েত ও তার দলবলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিকেলে বশির ফরাজির বাড়ির সামনের রাস্তায় তার ছেলে সিরাজুলের সাথে সকালের ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর পঞ্চায়েতের সাথে মারামারি হয়। এ সময় জাহাঙ্গীর পঞ্চায়েত মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত জাহাঙ্গীর পঞ্চায়েতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন।

সেখানের কর্তব্যরত চিকিৎসক আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এটা নির্বাচনী কোনো ঘটনা নয়। ঘটনাটি একান্ত পারিবারিক জমিসংক্রান্ত। এ ঘটনায় তার স্ত্রী বুলু বেগম বুধবার রাতে মঠবাড়িয়া থানায় সাতজন নামীয় ও অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। আসামি গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ