ঢাকা, বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, 

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
দেশজুড়েসিরাজগঞ্জে তারেক রহমানের ৩১ দফা নিয়ে কেন্দ্রীয় ছাত্রদল

সিরাজগঞ্জে তারেক রহমানের ৩১ দফা নিয়ে কেন্দ্রীয় ছাত্রদল

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে হাজির হয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। জেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গত ১৪ নভেম্বর থেকে ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনাসহ নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় টিম।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ ও ইসলামিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে মতবিনিম সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নাজুমুদ্দিন নিজাম, আগামীর রাষ্ট্রনেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। এছাড়া ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ও রাষ্ট্রকাঠামো সংস্কারে দেশে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, শিক্ষার্থীরা কী ধরনের পরিবর্তন চান ইত্যাদি বিষয় নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের মতামত নেন।
বিশেষ অতিথি হিসেবে, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিয়ান হাসনান সজীব বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। আমরা শিক্ষার্থীদের কথা শুনতে চাই। আওয়ামী লীগ ও ছাত্রলীগ রাজনীতিকে কলুষিত করেছে, আমরা সেই ত্রাসের রাজনীতি না করে, ছাত্র রাজনীতিতে সংস্কার করতে চাই। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি। বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করবে এই সংক্রান্ত ৩১ দফা আপনাদের (শিক্ষার্থীদের) কাছে পৌঁছে দিচ্ছি।
কেন্দ্রীয় ছাত্রদলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল উদ্দিন জিসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ আর বিএনপির রাজনীতির পার্থক্য বোঝাতে আমরা আপনাদের দোরগোড়ায় এসেছি। আওয়ামিলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের ইতিহাস সবাই জানে। তাদের একতন্ত্রী স্বৈরাচারী স্বভাব আর বিএনপির পরিকল্পনা তথা তারেক রহমানকে ৩১ দফাকে আমরা আপনাদের সবাইকে জানাচ্ছি। আপনারা দুই দলের পার্থক্য বুঝে আপনাদের মূল্যবান ভোট আপনাদের ইচ্ছামতো দিবেন। সভা শেষে লিফলেট বিতরণ করে দলীয় প্রতীক ধানের শীষ ভোট চেয়ে ও বৃক্ষ রোপণ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল, সহ-সভাপতি জাকিরুল হাসান জাকির, মুন্সি মাসরুখ ইকবাল নিবিড়, হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক তৌহিদুজ্জামান জাকির, যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব জামান জেবরান, দপ্তর সম্পাদক মোঃ স্বপন সেখসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল নেতা ও কর্মীবৃন্দ।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ