শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেছেন শিক্ষাবিদ হরিণী অমরাসুরিয়া। গতকাল সোমবার প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েক তাঁকে এ পদে পুনর্নিয়োগ দেন। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত অর্থমন্ত্রীর পদ ধরে রেখেছেন প্রেসিডেন্ট।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ৫৪ বছরের হরিণী অমরাসুরিয়া এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক নৃতত্ত্বে ডক্টরেট করেছেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি তিনি শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করবেন।
চার বছর আগে প্রথম পার্লামেন্টারিয়ান নির্বাচিত হওয়া হরিণী অমরাসুরিয়া শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রী। তাঁর আগে শ্রীমাভো বন্দরনায়েকে ও চন্দ্রিকা কুমারাতুঙ্গা দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আগামী বৃহস্পতিবার নতুন পার্লামেন্টের অধিবেশনে স্পিকার নির্বাচন করা হবে। এদিন প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েক নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সামনে তাঁর সরকারের নানা গুরুত্বপূর্ণ নীতি ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন।
কয়েক সপ্তাহের মধ্যে নতুন সরকারকে একটি অন্তর্বর্তী বাজেট উপস্থাপন করতে হবে। একই সঙ্গে দিশানায়েকের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, কর কমানো এবং জনকল্যাণ বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে। তবে এক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচিতে কোনো ব্যাঘাত ঘটানো যাবে না।
গত সপ্তাহের আগাম নির্বাচনে ২২৫ সদস্যের পার্লামেন্টে রেকর্ড ১৫৯টি আসন জয়লাভ করে দিশানায়েকের বামপন্থী জোট। ভোটের পর নতুন করে মন্ত্রিসভা ঢেলে সাজানোর সুযোগ পান প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েক। প্রধানমন্ত্রীকে বহাল রাখার পাশাপাশি প্রবীণ পার্লামেন্টারিয়ান বিজিথা হেরাথকেও ফের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।