খুলনা প্রতিনিধি: রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করার দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোই দীর্ঘ মেয়াদে জনমত ধারণ করেছে, ভবিষ্যতেও করবে। ফলে সক্রিয় রাজনৈতিক দল, ওলামা শ্রেণি এবং বিভিন্ন পেশা ও স্তরের জনমানুষকে সম্পৃক্ত করতে হবে। সংস্কার নিয়ে ইতিমধ্যে মানুষের মধ্যে কানাঘুষা তৈরি হয়েছে। এই কানাঘুষা সংস্কারকে ক্ষতিগ্রস্ত করতে পারে।’
গতকাল সোমবার বিকেলে খুলনা নগরীর ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন। খুলনা মহানগর ও জেলা ইসলামী আন্দোলন এই সমাবেশের আয়োজন করে।
রেজাউল করিম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে রাষ্ট্র সংস্কার করা, যাতে আর কেউ কখনোই স্বৈরাচার হিসেবে জন্ম নিতে না পারে। আমরা লক্ষ করেছি যে ইতিমধ্যে সংস্কার কমিশন গঠিত হয়েছে, এখন এই কমিশনগুলোকে গতিশীল ও জনসম্পৃক্ত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
চরমোনাই পীর আরও বলেন, বর্তমান সরকারের বিগত ১০০ দিনের বিভিন্ন নিয়োগ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তাঁদের কারও কারও বিরুদ্ধে বিগত স্বৈরাচারের সুবিধাভোগী হওয়া ও জনমানুষের বোধ, বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আবার বিপ্লবে তেমন কোনো অবদান না থাকা সত্ত্বেও কাউকে বড় পদে পদায়ন করার অভিযোগ আছে। এগুলো মানুষকে ক্ষুব্ধ করে।