তছলিম আখন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে ২০২৪-২০২৫ অর্থ বছরে বরিশাল, পটুয়াখালী,ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শস্য বিন্যাস ভিত্তিক প্রদর্শনীতে কৃষকদের মাঝে ২য় ধাপে সার, বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ এবং প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় গ্যাপ সার্টিফিকেসন কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র ও অফিসার্স ক্লাবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী ভিন্ন ভিন্ন সময়ে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ ও প্রশিক্ষণগুলো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের প্রোগ্রাম ডিরেক্টর কৃষিবিদ মো: মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন
জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড.শামিম আহমেদ,সিনিয়র মনিটরিং অফিসার ফাহিমা হক, অতিরিক্ত উপ পরিচালক( শস্য) আলী আজিম শরীফ, অতিরিক্ত উপ পরিচালক( পিপি) মো: সাহাবুদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রোকনুজ্জামান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, ২০২৪-২০২৫ অর্থ বছরে বরিশাল, পটুয়াখালী,ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২৪০ জন কৃষকের মধ্যে ২য় ধাপে ৬০ জন কৃষকের মাঝে ড্যাপ, ইউরিয়া, এমওপি ভার্মি কম্পোস্ট, জিপসাম, দস্তা, ব্রন সার ও ভূট্রা, টমেটো, ধানের বীজ বিতরণ করা হয়েছে। এছাড়াও ভার্মি কম্পোস্ট উৎপাদনে ৫ জন কৃষককে টিন ও আন্তপরিচর্চার নগদ অর্থ প্রদান করা হয়।
দিনের কন্ঠ পরিবারকে অসংখ্য ধন্যবাদ দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার নিউজটি তুলে ধরার জন্য