ঢাকা, বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, 

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
আন্তর্জাতিকপাকিস্তানে নিরাপত্তা বাহিনী-সন্ত্রাসীর তুমুল গোলাগুলি, নিহত ১৩

পাকিস্তানে নিরাপত্তা বাহিনী-সন্ত্রাসীর তুমুল গোলাগুলি, নিহত ১৩

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কালাত জেলার জোহানে এক নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে দেশটির ফ্রন্টিয়ার কর্প্সের সাতজন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, শুক্রবার রাতে শাহ মারদানের কাছে সন্ত্রাসীরা হামলার চেষ্টা চালায়। এতে আমাদের সেনারা বীরত্বের সঙ্গে লড়াই করে। এতে ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে আরও চারজন। সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গোলাগুলিতে সাতজন সেনা শহিদ হন বলে আইএসপিআরের বিবৃতিতে উল্লেখ করা হয়। আইএসপিআর বলেছে, সন্ত্রাসীরা রকেট, হ্যান্ড গ্রেনেড এবং স্বয়ংক্রিয় ভারী অস্ত্র হামলায় ব্যবহার করেছে। কালাতের বিভাগীয় কমিশনার নাঈম বাজাই ডনকে বলেছেন, হামলায় চেকপোস্টে নিযুক্ত সাতজন ফ্রন্টিয়ার কর্প্সের সদস্য প্রাণ হারিয়েছেন এবং ১৮ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির পুলিশের কর্মকর্তারা জানান, হামলায় আগে ওই এলাকা ঘিরে রাখে সন্ত্রাসীরা। এরপরেই সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গোলাগুলি শুরু হয়। প্রায় তিনঘণ্টা ধরে চলে গোলাগুলি। হামলার খবর পেয়েই দ্রুত সেখানে যায় দেশটির ফ্রন্টিয়ার কর্প্সের আরেক দল। ডন অনলাইন।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ