দৈনিক দিনের কণ্ঠঃ মুন্সিগঞ্জের বেহাকান্দি এলাকায় দুর্বৃত্তের গুলিতে ডালিম সরকার (৩০) নামের এক যুবকের ঢাকা মেডিকেলে মৃত্যু হয়েছে। বুধবার (৩রা জানুয়ারি) রাত ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে নিয়ে আসা মো. শাহিন মিয়া জানান, মুন্সিগঞ্জ সদরের নৌকা প্রার্থী এডভোকেট মৃণাল কান্তি দাসের নির্বাচনী প্রচারণার মিছিল শেষে বাসায় ফিরছিল ডালিম। রাস্তায় দুর্বৃত্তরা তাকে একা পেয়ে গুলি করে পালিয়ে যায়। এতে সে বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর জেলার মুন্সীকান্দি গ্রামে নূর হোসেন সরকারের সন্তান, তিনি পেশায় কৃষি কাজ করতেন। তিনি জানান, ডালিম তিন বছরের একটি মেয়ে ও দুই মাসের একটি ছেলের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন । বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com