ঢাকা, বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাবান, ১৪৪৬ হিজরি, 

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
খবরনারায়ণগঞ্জে রোববার হরতাল

নারায়ণগঞ্জে রোববার হরতাল

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমিয়ে ৪৫ টাকা নির্ধারণ করা এবং শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া বাস্তবায়নের দাবিতে আধাবেলা হরতালের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ যাত্রী অধিকার ফোরাম। সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি এঘোষণা দেন।

রোববার (১৭ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরে আধাবেলা হরতাল পালিত হবে বলে জানান তিনি।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা করা হয়।

এদিকে হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রী অধিকার ফোরামের যুগ্ম আহ্বায়ক ও গণসংহতি আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জের সমন্বয়ক তরিকুল সুজন।

তবে ৫০ টাকা বাসভাড়া নির্ধারণ করলেও হরতাল প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন তিনি।

তরিকুল সুজন বলেন, আমরা আমাদের দাবিতে আন্দোলন চালিয়ে আসছি। আমাদের সঙ্গে ইতোমধ্যে ডিসির কথা হয়েছে। আমাদের কাছে বলা হয়েছিল কেন্দ্রীয় টার্মিনাল থেকে ৫২ টাকা ও চাষাঢ়া থেকে ৫০ টাকা বাসভাড়া নির্ধারণ করার কথা। আমরা বলেছি ৫০ টাকা সবখানে ভাড়া নির্ধারণ করলে আমরা কর্মসূচি প্রত্যাহার করব অন্যথায় রোববারের হরতাল চলবে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ