পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুরে স্কুল ছাত্রীকে (১৬) আপহরন করে ৪০ দিন আটকে রেখে ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আর ওই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গত মঙ্গলবার (০২ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার মালিখালী ইউনিয়নের সাচীয়া বাজারে স্থানীয়দের উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী ওই ছাত্রী স্থানী হিন্দু সম্প্রদায়ের ও উপজেলার মালিখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে গত মঙ্গলবার (০২ জানুয়ারী) রাতে ৬ জনের নামে নাজিরপুর থানায় অপহরন ও ধর্ষনের পৃথক দু’টি অভিযোগ দায়ের করেছেন। থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান। দায়ের হওয়া অভিযোগ সূত্রে
জানা গেছে, ওই ছাত্রীকে দীর্ঘ দিন ধরে স্থানীয় শাহজাহান হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার উত্যক্ত করে আসছিলো। কিন্তু কোন সারা না পেয়ে গত ২১ নভেম্বর ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে মিঠারকুল নামক স্থান থেকে আসামীরা তাকে অপহরন করে নারায়নগঞ্জের একটি বাড়িতে আটকে রেখে ধর্ষনসহ শারীরিক নির্যাতন করে। গত ২৮ ডিসেম্বর অপহরনকারী ফোন থেকে ওই স্কুল ছাত্রী ফোন দেয় ও দুই লাখ টাকা চাঁদা দাবী করা হয়। নতুবা তাকে পতিতালয়ে বিক্রির হুমকী দেন। পরে ৩১ ডিসেম্বর পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবী অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা পুজা পরিষদের সভাপতি মাস্টার সুখরঞ্জন বেপারী, জেলা হিন্দু বৌদ্ধ কৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি জ্যোর্তিময় হালদার বাবুল, জেলা মহিলা ঐক্য পরিষদের সভাপতি অপর্না হালদার, সাধারন সম্পাদক ঝুমুর সাহা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com